dont want to sell custom tools

Why SEOTOOLBD Don’t Want to Sell Custom Tools or Packages

প্রায় প্রতিদিনই আমরা একটি কমন প্রশ্নের সমুখীন হচ্ছি আর সেটা হলো “এসইও টুল বিডি কেন কাস্টম টুলস প্ল্যান সেল করে না?”

Well, তাহলে আজকে এটা নিয়ে একটু আলাপ করি।

এখন অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে “কাস্টম টুলস বা প্ল্যান আবার কি?” সমস্যা নেই, সেটাও বুঝিয়ে বলছি।

বর্তমানে আমরা টোটাল ৬টি প্যাকেজ সেল করতেছি। আপনারা যারা আমাদের ৬টি প্যাকেজ সম্পর্কে যারা এখনো জানেন না তারা এই লিংকের মাধ্যমে https://seotoolbd.com/group-seo-tools/ জেনে নিতে পারেন। ওই ৬ টি প্যাকে নূন্যতম ৭টি টুলস হতে সর্বোচ্চ ৩৫টি টুলস এর প্যাকেজ রয়েছে। এখন অনেকের ২ টি থেকে ৩টি অথবা ৪টি থেকে ৫টি টুলস এর বেশি প্রয়োজন হয় না। তাই তারা চায় যে একটু কাস্টমাইজ প্ল্যান নিতে যাতে তারা exact যে টুলস গুলো তাদের দরকার সেগুলোই যাতে কিনতে পারে।

সোজাভাবে বলতে গেলে নিজের ইচ্ছে মতো টুলস নিয়ে প্ল্যান সাজিয়ে যে একটা কাস্টমাইজ প্যাকেজ বানানো হয় তাকেই কাস্টম প্ল্যান বলে। যদিও এই সিস্টেমটি সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি  তারপরও কিছু সমস্যার কারণে আমরা কেন এটা দিচ্ছি না সেটা নিয়েই আজকে কথা বলবো।

এখন আসল কোথায় আসি “আমরা কেন কাস্টম প্ল্যান সেল করি না?”

কাস্টম টুলস সেল না করার পিছনে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে “Pricing Issue“। অনেকের ধারণা (বিশেষ করে যারা এসইও টুলস এর group buy এর সাথে পরিচিত না) যেহেতু আমরা অ্যাডভান্স প্যাকে টোটাল ৩৫টি টুলস দিচ্ছি মাত্র ১৬০০ টাকায় তার মানে একটি টুলস এর দাম ৫০ টাকারও কম পড়তেছে ৩০ দিনের জন্য।

মনে করুন আপনার শুধু Ahrefs লাগবে। এখন আমরা Ahrefs ৭০০ টাকায় ৩০ দিনের জন্য সিঙ্গেল টুলস বিক্রি করতেছি। কিন্তু এই Ahrefs আছে এমন একটি প্যাকেজ হচ্ছে Advance Package যেখানে শুধু Ahrefs ছাড়াও আরো ৩৪টি টুলস রয়েছে। তাহলে স্বাভাবিক ভাবেই নতুনদের মনে প্রশ্ন আসে যে শুধু ahrefs কেন ৭০০ টাকায় বিক্রি করতেছি? ওটার দাম তো ৫০ টাকার কম হয় উচিত ছিল
আসলে, ব্যাপারটা হলো যখন কেউ কোনো টুলস সিঙ্গেল ভাবে কিনে তখন আমাদের ওই টুলস তার বেসিক দামের উপর নির্ভর করে টাকা নিতে হয়। যেমন ahrefs এর অফিসিয়াল মার্কেট ভ্যালু মাসে $৯৯ থেকে শুরু করে $৯৯৯ পর্যন্ত। যেহেতু আপনার কাছে আমরা শুধু মাত্র এই টুলসটি সেল করতেছি তার মানে আমাদের নিজের কস্টিং বাঁচিয়ে প্রফিট রেখে তারপর আপনাকে সার্ভিসটি বিক্রি করতে হবে।

কিন্তু যখন আপনি গ্রুপ টুলস নিবেন তখন আমরা সেই প্যাকে Ahrefs ছাড়াও আরো অনেক রকম টুলস দিয়ে একটা প্যাকেজ বানিয়ে প্রাইস একটু বেশি রেখে তারপর দিচ্ছি যাতে আমরা আমাদের নিজের কস্টিং এবং প্রফিট ঠিক রেখে আপনাদের অল্প টাকার মধ্যে অনেকগুলো টুলস দিতে পারি।

যেমন ধরুন আমাদের সর্বনিন্ম প্যাকেজ এর দাম হচ্ছে ১০০০ টাকা। ঐখানে আপনি ১৪টি টুলস পাবেন। এখন আপনি কাস্টম টুলস নেয়ার জন্য এমন ৪ টি টুলস এর লিষ্ট দিলেন যেগুলোর দাম আমাকে টোটাল ৮০০ থেকে ১০০০ এর মধ্যেই বলতে হলো। আর তখনি বিপত্তিটা শুরু হয়

অনেকে ৩ বা ৪টি টুলস এর লিষ্ট দিয়ে প্রাইস জানতে চায়। স্বাভাবিক কারণেই আপনি যখন কাস্টম টুলস নিবেন তখন সবচেয়ে দামি এবং ভ্যালুএবল টুলস গুলোই সিলেক্ট করবেন। তাই আমাদের ওই টুলস গুলোর দাম অনেক বেশি হওয়ার কারণে প্রায় সেই ৬টি প্যাকেজ এর দামের কাছাকাছি একটা প্রাইস বলতে হয়। কারণ আমাদের তো পোষাতে হবে ভাই।
তাছাড়াও কাস্টম টুলসে কাস্টমাররা খুবই বাজে ভাবে দর কষাকষি করে। যেটা কোনোভাবেই মানানসই দামের মধ্যে পরে না। তাই আমরা সার্বিক অনেক বিষয় বস্তু বিবেচনা করে কাস্টম টুলস সেল করা বন্ধ করে দিয়েছি।

গ্রুপ টুলস কিনলে যেরকম আমরা লাভবান হচ্ছি তেমনি আপনারাও লাভবান হচ্ছেন। আপনাদের আলাদা আলাদা করে টাকা খরচ করে ওই টুলস গুলো কিনতে হচ্ছে না। তাতে আপনাদের অনেক টাকা এমনিতেই বেঁচে যাচ্ছে।
Shopping Cart