Ahrefs শুধু একটি টুলবার নয়, এটি এসইও এক্সপার্ট । ডিজিটাল মার্কেটার । এফিলিয়েট মার্কেটার দের একটি আস্থা, ভালোবাসা এবং আবেগের জায়গা।
Group Buy Service এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত অনেক মার্কেটার এবং এক্সপার্ট দের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এবং তাদের মধ্যে Ahrefs এর বিষয়ে একটা আলাদা আস্থা এবং Soft কর্নার খেয়াল করেছি। যেটা অন্য সব মার্কেটিং টুলস গুলোতে পরিলক্ষিত ছিল না।
Ahrefs কেন এত জনপ্রিয়?
ডিজিটাল মার্কেটিং এর জন্য যেসব টুলস বা সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে Ahrefs. এটা এতটাই জনপ্রিয় যে, SEO Industry তে সবচেয়ে উপরের কাতারের রাঘব-বোয়াল থেকে শুরু করে চুনোপুটি লেভেলের এক্সপার্টরা কেউই এটা ছাড়া কাজ করার চিন্তাও করতে পারে না।
মার্কেটে কয়েকটি জনপ্রিয় এসইও টুলস এর মধ্যে Ahrefs কে সবাই পছন্দের কাতারে রাখার কারণ হলো, ahrefs গুগল recent কয়েকমাস পর পর যেসমস্ত Core Update গুলো আনে এবং সেটার কারণে ওয়েবসাইট এর পজিশনে যে পরিবর্তন গুলো হয় তার আপডেট গুলো সবার আগে গুগল এর বাইরে এই টুলসটির সাহায্যে পাওয়া যায়।
ahrefs এর জনপ্রিয়তার পিছনে আরেকটি প্রধান কারণ হলো এটার (UI/UX Experience). আপনি এটার ফীচার গুলো খুব সহজে আয়ত্ত্বে নিতে পারবেন। এই টুলসটি ব্যবহার করার জন্য আপনাকে খুব একটা খাটুনি করতে হবে না।
২০২০ সালের জুলাই মাসে Ahrefs তাদের হোমপেজ রিডিজাইন করতে ৩৩০০০$ খরচ করেছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন ওদের সমস্ত ফীচার গুলো খুবই সহজ এবং সরল প্রকৃতির। অন্যসব টুলস এর মতো এখানে জটিল থিওরি বা ডিজাইন ব্যবহার করা হয়নি।
তাছাড়াও আপনি এই টুলসটির সাহায্যে খুবই অল্প সময়ে যেকোনো ছোট বা বড় ওয়েবসাইটের সম্পূর্ণ অনপেজ, অফপেজ এবং টেকনিক্যাল এসইও সম্পর্কিত সকল তথ্য জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন।
একনজরে দেখে নিতে পারেন এর ফীচার সমূহ ⤵️
💡 কম্পেটিটরস এনালাইসিস
💡 ব্যাকলিংক চেক
💡 ডোমেইন চেক
💡 সাইট অডিট এনালাইসিস
💡 ফাইন্ডিং এরর & সল্যুশন
💡 কীওয়ার্ড রিসার্চ
💡 কনটেন্ট স্ট্রাটেজি
এক কোথায় আপনি বলতে পারেন এটি একটি অল ইন ওয়ান সল্যুশন ফর এসইও।
Ahrefs একটি বিশাল Index (এক ট্রিলিয়ন লিঙ্কেরও বেশি) রয়েছে যা দিনে অন্তত একবার আপডেট হয়। যা এটি ব্যাকলিঙ্ক বিশ্লেষণের জন্য আদর্শ টুলস বলা চলে।
আমাদের সবার এসইও গুরু Neil Patel একটি কথা বলেছেন যেটা আমি বাংলায় অনুবাদ করে দেখলাম ⤵️
❗❗ আমি অনেক টুলস দিয়ে কাজ করেছি লিংক বিল্ডিং এবং ওয়েবসাইট চেকআপ এর জন্য কিন্তু Ahrefs এর মতো সুপার ফাস্ট উইজার ফ্রেন্ডলি টুলস আমি একটিও পাইনি। এর দুর্দান্ত ইউজার ইন্টারফেস এবং সূচকগুলির কারণে, আমি প্রতিদিন যে কয়েকটি এসইও টুলস ব্যবহার করি সেগুলির মধ্যে Ahrefs অন্যতম। ❗❗
Ahrefs সম্পর্কে কিছু কথা!!!
আমরা সবাই জানি, যে জিনিসের চাহিদা যত বেশি সেই জিনিসের দামও একটু বেশিই থাকে।
Ahrefs এর ক্ষেত্রেও ঠিক তেমন। Ahrefs অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখবেন তাদের সর্বনিন্ম প্যাকেজ যেটা কিনা ৯৯$ থেকে শুরু এবং সর্বোচ্চ $৯৯৯ মাত্র ৩০ দিনের জন্য। যেটা একজন Middle Class মার্কেটার দের পক্ষে একা এফোর্ট করা খুবই দুঃস্বাধ্য।
আবার কয়েকজন মিলে যে এটা কিনে ব্যবহার করবেন সেখানেও Ahrefs এর কড়া বিধিনিষেদ রয়েছে। কারণ তারা ছোট প্যাকেজ মানে ৯৯$ থেকে ১৯৯$ পর্যন্ত প্যাকে মাত্র ১ জন User এলাও করেন।
এর থেকে সবচেয়ে বড় সমস্যা হলো এর লিমিটেশনে। আপনি শুনে অবাক হবেন Ahrefs এর প্রতিটা ফীচার এ লিমিটেশনস রয়েছে।
মানে আপনি কীওয়ার্ড রিসার্চ করবেন সেখানে লিমিট।
আপনি সাইট এক্সপ্লোর করবেন সেখানেও লিমিট।
আপনি ওয়েবসাইট অডিট করবেন সেখানেও লিমিট।
আপনি ডাটা এক্সপোর্ট করবেন সেখানেও লিমিট।
আপনি কীওয়ার্ড ডাটা অথবা সাইট এক্সপ্লোরার এর ডাটা চেক করবেন সেখানেও তাদের অনেক অনেক লিমিট।
মানে সোজা কথা বলতে গেলে এটার নিয়মের কোনো শেষ নেই। নিয়ম অমান্য করলে একাউন্ট ব্যান জনিত সমস্যা তো রয়েই গেলো।
আপনি যদি মনে করেন ওদের এতসব নিয়ম এবং দাম উপেক্ষা করে এটি ব্যবহার করতে পারবেন তাহলে ভালো। আর যদি ভাবেন যে আপনি এত পেরা নিতে চাচ্ছেন না তাহলে আপনি Ahrefs Group Buy করতে পারেন।
Ahrefs Group Buy কি এবং এটা কিভাবে কাজ করে?
Ahrefs Group Buy বলতে এখানে বুঝানো হয়েছে যে, আপনি ahrefs এর সম্পূর্ণ মূল্য পরিশোধ না করে মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে shared access ক্রয় করা।
সোজাভাবে বলতে গেলে সামান্য কিছু টাকার বিনিময়ে নির্দিষ্ট কিছু লিমিট ফলো করে এই টুলসটির shared এক্সেস ক্রয় করা।
শেয়ার্ড এক্সেস হলো মূলত ahrefs Group Buy সার্ভিস যারা দিচ্ছে তারা একটি বড় প্যাকেজ কিনে সিক্রেট সিস্টেম এর মাধ্যমে মাল্টিপল মার্কেটার দের কাছে বিক্রি করা।
এতে যারা সার্ভিস দিচ্ছে তারা অনেক লোকের কাছে বিক্রি করার মাধ্যমে প্রফিট কামাচ্ছে। আর ইউজাররা অল্প কিছু টাকার বিনিময়ে এরকম ভ্যালুএবল একটি টুলস ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
How To Purchase Ahrefs Group Buy?
সবচাইতে ভালো এবং আপটাইম সাপোর্ট পাবার জন্য আমাদের ওয়েবসাইট Ahrefs গ্রুপ বাই করতে পারেন। আমরা সরাসরি Cloud Based এক্সেস প্রদান করি।
আমাদের Ahrefs এর সুবিধা সমূহ –
✅ ক্লাউড সার্ভারের মাধ্যমে এক্সেস দেয়া হয়।
✅ মোবাইল এবং পিসি থেকে ব্যবহারযোগ্য।
✅ প্রতি ইউজারের লিমিট ফিক্সড যার জন্য আপনার লিমিট আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন।
✅ আপনি দিনের যেকোনো সময় আপনার লিমিট ইউজ করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা নেই।
✅ আপনি চাইলে প্রজেক্ট Add করতে পারবেন। আপনার কোনো প্রজেক্ট, কীওয়ার্ড লিস্ট, কীওয়ার্ড ডাটা, সাইট এক্সপ্লোর হিস্ট্রি আপনি ছাড়া কেউ দেখতে পারবে না।
✅ আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যেকোনো ফীচার এর লিমিট বাড়িয়ে নিতে পারেন। (চার্জ প্রযোজ্য)
Regular Price- 714 taka/ 30 Days Access
Ahrefs Limit
————————————————————
✅ 25 Keyword Research Daily
✅ 25 Domain Explore Daily
✅ Site Explorer Prefix 60 daily
✅ Content Explore 25 Daily
✅ SERP 50 Weekly
✅ Rows Limit 15000 Weekly
✅ Export Limit 3000 Weekly
✅ Project 2 Monthly
Purchase link – https://seotoolbd.com/ahrefs-group-buy
আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে অর্ডার করবেন সেই ভিডিও দেখার জন্য এই লিংকে ক্লিক করুন – https://www.youtube.com/watch?v=migdAbBdLZA&feature=youtu.be